Bangladesh

Padma Setu: 4050 metre could be seen
Amirul Momenin

Padma Setu: 4050 metre could be seen

Bangladesh Live News | @banglalivenews | 29 Mar 2020, 05:09 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৯ : প্রমত্ত পদ্মায় নির্মাণাধীন ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে শনিবার ২৭তম স্প্যান বসানো হয়েছে। ফলে সেতুটির ৪ হাজার ৫০ মিটার এখন দৃশ্যমান। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ‘৫সি’ নম্বর স্প্যানটি ২৭ ও ২৮ নম্বর খুঁটির উপর বসিয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল।

করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ^ লক ডাউন-স্থবির। তখন পদ্মা সেতুতে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসিয়ে দেয়া হয় খুঁটির ওপর।

আর এর আগে পাঁচ নম্বর মডিউলের ‘সি’ স্প্যানটি শুক্রবার সকাল ৯টার দিকে মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে রওনা হয়।


৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন সাড়ে ১০টার দিকে স্প্যান নিয়ে ২৮ নম্বর খুঁটির কাছে এ্যাংকর করে। শুক্রবার স্প্যানটি ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ পিলার দুটির কাছে নিয়ে যাওয়া হয়।

সকাল ৮টায় কাজ শুরু হয়। নোঙর ক্রেনটি পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। তারপর দুই পিলারের বেয়ারিংয়ের ওপর স্প্যানটিকে রাখা হয়।

খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল। এভাবেই স্প্যানটি বসিয়ে দেয়ার পর পদ্মা সেতু আরও ১৫০মিটার বিস্তৃত হয়।