Bangladesh

One criminal is in London, creating plot with police

One criminal is in London, creating plot with police

Bangladesh Live News | @banglalivenews | 21 Dec 2018, 10:45 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২২: নির্বাচনের আগে সরকারবিরোধী একজন ক্রিমিন্যাল লন্ডনে বসে পুলিশকে নিয়ে দু’ধরনের ষড়যন্ত্র করছে।

 বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনো শুনি নির্বাচন সামনে রেখে তাদের মূল টার্গেটই হবে পুলিশের ঊর্ধ্বতন কয়েকজনকে মেরে ফেলে দিলেই নাকি সব ঠান্ডা হয়ে যাবে। তাদের দু’টা পরিকল্পনা। ওই ক্রিমিনালটা লন্ডনে বসে সব পরিকল্পনা করে।


শেখ হাসিনা বলেন, একটা হচ্ছে, পুলিশকে পয়সা দিয়ে হাতকরা, অপরটা হচ্ছে এদেরকে হত্যা করে এদের ‘ডিমোরালাইজড’ করা। এই দুই মুখী পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে। পুলিশকে নিয়ে লন্ডনের ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, আমাদের আত্মবিশ্বাস আছে, তারা যেটা চিন্তা করে তা না। এখন পুলিশ অত্যন্ত দক্ষতা অর্জন করেছে, অনেক আত্মবিশ্বাস তাদের মাঝে ফিরে এসেছে, তাদের যে দায়িত্ব তারা সেটা কঠিনভাবে পালন না করলে এই সন্ত্রাস-জঙ্গিবাদ দমন আমরা করতে পারতাম না। আজকে জঙ্গিবাদ-দুর্নীতিবাজ-মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে এতে আমরা সফল হতে পারতাম না। সব থেকে বড় কথা, জনগণের সর্মথন আছে। এখন পুলিশের ওপর জনগণের একটা বিশ্বাস, আস্থা সৃষ্টি হয়েছে। এই বিশ্বাসটাই সবথেকে কার্যকর।


প্রধানমন্ত্রী আরও বলেন, সেদিক থেকে আমি মনে করি, যেকোনো দুর্যোগ আসলে তা মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের আছে। আর আমাদের মানুষও এখন এ ব্যাপারে যথেষ্ট সচেতন। মানুষের সচেতনতাটাই সবচে বড় শক্তি।


পুলিশের সাবেক কর্মকর্তাদের প্রতি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই খুনি, অগ্নিসংযোগকারী, পুলিশ হত্যাকারী, আগুন দিয়ে পুড়িয়ে এবং পিটিয়ে মারার কারিগররা যেন আবারও ক্ষমতায় আসতে না পারে।


আওয়ামী লীগের ভিশনের কথা জানিয়ে দলটির সভাপতি বলেন, একটা সময় আমরা হয়তো থাকবো না আমাদের প্রজন্ম থাকবে। প্রজন্মের পর প্রজন্ম তারাও যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য।