Bangladesh

Nusrat murder: Major step taken by government against Madrassa Principal

Nusrat murder: Major step taken by government against Madrassa Principal

Bangladesh Live News | @banglalivenews | 28 Apr 2019, 08:40 am
ঢাকা, এপ্রিল ২৮ঃ নুসরাত জাহান রাফির হত্যার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলাসহ দুই শিক্ষকের এমপিও স্থগিত করে দিয়েছে দেশের সরকার।

গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ার পর বেশ কিছুদিন হাস্পাতাএ লড়াইয়ের শেষে প্রাণ হারান নুসরাত।


প্রসঙ্গত, নুসরাত মারা যাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষকদের এমপিও স্থগিতের পদক্ষেপ নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে গত ১১ এপ্রিল চিঠি পাঠানো হয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং ইংরেজির প্রভাষক আফসার উদ্দীনেরও এমপিও স্থগিতের বিষয়টি আজ জানিয়ে দিয়েছে।

 

অধ্যক্ষ সিরাজ েই মুহূর্তে কারাগারে বন্দি আছেন।

 

নুসরাতের পরিবার এই বিষয় মামলা করেছিল।

 

এর আগে ১৪ এপ্রিল রোবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিম। ১৭ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে আবদুর রহিম ও শরীফ, ১৮ এপ্রিল সন্ধ্যায় একই আদালতে হাফেজ আবদুল কাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আলোচিত এ মামলায় বেশ কিছু জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই।


এর আগে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।