Bangladesh

Nusrat Murder: Investigator's car meets accident, 3 killed

Nusrat Murder: Investigator's car meets accident, 3 killed

Bangladesh Live News | @banglalivenews | 04 Jun 2019, 07:45 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ৪ : ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পোশাক কর্মীদের চাপা দিয়েছে।

এতে ঘটনাস্থলেই তিন নারী শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চানন্দুল এলাকার ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই কারখানার শ্রমিক ছিলেন। তবে গাড়িতে থাকা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ তার সঙ্গীরা আহত হলেও সবাই সুস্থ রয়েছেন।


নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬), সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)।


জানা যায়, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়িতে ছিলেন ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকা-ের মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম ও অন্যান্য কর্মকর্তা। নুসরাত হত্যা মামলাটির তদারকি করছেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।


চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে চানন্দুল এলাকায় তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিয়ে খাদে পড়ে যায়।

 

এতে ৮-৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আনার পর তিন নারী শ্রমিকের মৃত্যু হয়।