Bangladesh
No work to be don eon Tarek: EC
তিনি বলেন, তারেক রহমান বিদেশে থাকায় তার ক্ষেত্রে আচরণবিধি পালন বা লঙ্ঘন প্রযোজ্য নয়। সোমবার (১৯ নভেম্বর) ইসির জরুরি বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘স্কাইপিতে তারেক রহমান বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন আওয়ামী লীগ এমন অভিযোগ করেছিল। অভিযোগের বিষয়ে কমিশনের আলোচনা হয়েছে। কমিশন বলেছে, উনি বিদেশ থেকে অনলাইনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সেজন্য তার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য হবে বলেও প্রতীয়মান হচ্ছে না। তবে কমিশন বলেছে, ‘এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি নির্দেশনা আছে। সেটি প্রতিপালন করা সকলের জন্য বাধ্যতামূলক।’ এর অর্থ কী তারেক রহমান চাইলে স্কাইপেতে সাক্ষাৎকার নিতে পারবেন এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ইসি বলেছে, এই মুহূর্তে এ বিষয়ে তাদের কোনও করণীয় নেই।’
এদিকে নয়া পল্টনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় দলটির কার্যালয়ের সামনে সংঘর্ষেও প্রতিবেদন ইসি পেয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘পুলিশ প্রধানের প্রতিবেদন দেখে ইসি মনে করে, সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। সুতরাং এ ব্যাপারে সে অনুযায়ী তদন্তসহ সব কার্যক্রম চলতে কোনও বাধা নেই। তবে এ ক্ষেত্রে কমিশন বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে কোনও নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেবে ইসি।’
কমিশন নির্বাচনে সকলের সহযোগিতা চেয়েছে জানিয়ে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছে কমিশন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে ভোটার, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।’
