Bangladesh
No need to worry about digital security law: Hasina
যে সাংবাদিকদেরা মিথ্যে কথা লেখেন না তাদের এই আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, জানিয়ে দিয়েছেন হাসিনা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের অভিজ্ঞতা জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ হাসিনা এই কথাগুলি বলেছেন।
এই সফর নিয়ে কথা বলবার সময় হাসিনা বলেনঃ "সফরের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরাই তাঁর লক্ষ্য ছিল।"
আইন নিয়ে বলবার সময় উনি তুলে ধরেন যে, "যারা মিথ্যা কথা লেখেন না তাদের এ নিয়ে উদ্বেগের কিছু নেই।"
হাসিনা বলেনঃ "যার বিরুদ্ধে মিথ্যে কথা লেখে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। তার কোনো ক্ষতি হয় না। কিন্তু যার ক্ষতি হলো তার কী হবে। আমাদের উদ্বেগ কে দেখবে?।"
উনি আরও বলেনঃ "‘সাইবার সিকিউরিটি (নিরাপত্তা) প্রত্যেক দেশে বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেখানে সামাজিক, পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা, পর্ণ এসব ছড়াচ্ছে। আমরা সে লক্ষ্যে উদ্যোগ নিয়েছি।"
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে হাসিনা এইবার যোগ দিয়েছিলেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাথে এই সফরে উনি বৈঠকে বসেন।
