Bangladesh

No live telecast from voting centre: EC

No live telecast from voting centre: EC

Bangladesh Live News | @banglalivenews | 15 Dec 2018, 08:35 am
ঢাকা, ডিসেম্বর ১৫ঃ দেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে একাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শৃঙ্খলা রাখার স্বার্থে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

কমিশনারদের বৈঠকে আজ এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

 

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এই বিষয় আজকে জানিয়েছেন।

 

উনি সাংবাদিকদের বলেনঃ "ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবে সরাসরি সম্প্রচার করা যাবে না। টেলিভিশন, অনলাইন, মোবাইল বা ক্যামেরায় হোক- সরাসরি সম্প্রচার যেন না করে সে বিষয়ে অনুরোধ করছি।”

 

“ভোটকক্ষের মধ্যে ছবি বা ভিডিও করতে কোনো বাধা নেই। শুধু সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করা হচ্ছে," উনি বলেন।

 

এই মাসে বাংলাদেশে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Image: Wikimedia Commons