Bangladesh
New Zealand attacks: Bangladeshi cricketers survive
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানান, শুক্রবার দলের অধিকাংশ সদস্য বাসে করে ক্রাইস্টচার্চে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান। তারা মসজিদে প্রবেশের আগ মুহূর্তেই এ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘সেখানে নামাজ পড়তে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে থাকলেও তারা মানসিকভাবে আঘাত পেয়েছেন। আমরা দলের সকল সদস্যকে হোটেলে অবস্থান করারও কথা বলেছি।’
বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল টুইটারে এক বার্তায় বলেন, ‘ভয়াবহ এ হামলা থেকে পুরো দল রক্ষা পেয়েছে। এ এক ভীতিকর অভিজ্ঞতা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।’
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এ ঘটনায় অনেকে নিহত হয়েছেন। আরেক খেলোয়াড় মুশফিকুর রহিম টুইটার বার্তায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেছেন।’ তিনি বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান। আর কখনো এমন ঘটনা ঘটুক তা দেখতে চাই না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
জানা যায়, বালাদেশ দল ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে পৌঁছালে তাদেরকে বলা হয়, মসজিদের ভিতরে গোলাগুলি চলছে। তিনি বলেন, এ কথা শুনে ভীত বিহ্বল হয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়রা দ্রুত বাসে ওঠে মসজিদ ত্যাগ করে।
