Bangladesh
Narayanganj: Hundreds of male-female stopped as they were trying to flee
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, করোনাভাইরাসে লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে লোকজন নিজেদের গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে।
সরকারিভাবে নিষেধাজ্ঞা স্বত্বেও লোকজন পালিয়ে যাচ্ছে শুনে পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালায়।
এসময় প্রায় ২/৩ শ নারী-পুরুষকে আটক করা হয়। তাছাড়া কয়েকটি বাল্কহেড, ট্রলার ও কয়েকটি পিকআপ ভ্যান জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চরবক্তাবলী এলাকা থেকে বুড়িগঙ্গা নদী দিয়ে একটি বাল্কহেড করে ৭০ থেকে ৭৫ জন নারী-পুরুষ কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে টহলরত পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ধর্মগঞ্জ হতে তাদের আটক করে। পরে আটকদের যেখান থেকে উঠেছিল সেখানেই পৌঁছে দিয়ে বাল্কহেডটি জব্দ করা হয়।
এরপর রাত দেড়টার দিকে ফতুল্লার গাবুলী টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিকআপ ভ্যান ভর্তি অর্ধশত নারী-পুরুষ, মাউড়াপট্টি থেকে চারটি পিকআপ ভ্যান ভর্তি অর্ধশতাধিক নারী-পুরুষ এবং সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকসহ আরও ৬০ জন নারী-পুরুষকে আটক করা হয়।
