Bangladesh
Missing foreign ship captain's body recovered from Bangladesh port
গ্রিসের নাগরিক মাকোপোলোস সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভনিয়া জাহাজের ক্যাপ্টেন ছিলেন।
নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর বুধবার সকালে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংলগ্ন কর্ণফুলী নদীতে তার মরদেহ পাওয়া যায়।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল গাফফার জানান, স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা এমভি ইভিনিয়া জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভিড়েছিল। ওই রাতেই জাহাজের ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ক্যাপ্টেন। দুর্ঘটনার সময় কর্ণফুলী নদীতে ভাটা থাকায় জাহাজ থেকে নাবিকেরা বয়া ছুঁড়ে দিলেও তীব্র ¯্রােতের কারণে তা ক্যাপ্টেন ধরে রাখতে পারেননি।
দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি- ১২ উদ্ধার অভিযান শুরু করে। পরে বন্দর নিরাপত্তা ও মেরিন বিভাগের যৌথ তল্লাশি দল ক্যাপ্টেনের মরদেহের সন্ধান পায়। মরদেহের ময়নাতদন্ত শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
