Bangladesh
Minni: More development in the Rifaat Murder case
মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জানান, আবেদন করার পর বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এটি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রহণ করেন। তবে এর ওপর শুনানির দিন এখনও ঠিক হয়নি।
মঙ্গলবার মিন্নি জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে তা আদালতে পৌঁছে দেওয়া হয়।
আইনজীবী মাহাবুবুল বলেন, মিন্নির জামিন আবেদন শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালত মামলার সব নথি তলব করেছিল। সেখান থেকে নথিগুলো হাকিম আদালতে
আসার পর জবানবন্দি প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি হবে। তখন আদালত ঠিক করবে দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দি আদালত প্রত্যাহার করবে কিনা।
গত ২৬ জুন রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে আলোচনার জন্ম দেয়। কিন্তু রিফাত হত্যায় মিন্নি সম্পৃক্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিন্নি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তবে তার বাবার অভিযোগ, নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ।
এ মামলায় এজাহারভুক্ত সাত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে এখনও চারজন গ্রেপ্তার হয়নি।
