Bangladesh
Ministers demanded for holiday from Sheikh Hasina post WC victory
এমন এক অর্জনের পরদিন সকালে মন্ত্রিসভার বৈঠক। সেখানে কি বিশ্বকাপ জয়ের আলোচনা না উঠে পারে? প্রধানমন্ত্রী যখন ক্রীড়াপ্রেমী শেখ হাসিনা! তাই তো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ (সোমবার) সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বেশকিছু সময় আলোচনা হয়েছে যুব ক্রিকেটারদের বিশ্বকাপ জয় নিয়ে।
যুব ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের জন্য বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও ক্রিকেট দলসহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের বিজয়। খেলাধুলায় এতবড় বিজয় আগে কখনো পাইনি। যুব দলের এ বিজয় মুজিববর্ষেও সেরা উপহার’- মন্ত্রিসভার বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এ কথা জানান।
তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সবাই এতটাই আনন্দিত ছিলেন যে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে ছুটিই চেয়ে বসেন। কয়েকজন মন্ত্রীও হেসে তার কথায় সমর্থন করেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ছুটি নয়। এই খুশিতে বরং সবার এক ঘণ্টা করে বেশি কাজ করা উচিত’।
আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেয়া হয়েছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। বিশ্বকাপজয়ী যুব ক্রিকেট দলকেও গণসংবধর্না দেয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্তও হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যপঠন, ‘আমি প্রধানমন্ত্রীকে সম্প্রতি নারী ক্রিকেট দলের আইসিসি ওয়ার্ল্ড টি-পটায়েন্টি কোয়ালিফায়ার্সে চ্যাম্পিয়ন এবং সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ের কথাও বলেছি। সকালে আমাদের আরচার রোমান সানার বিশ্ব আরচারিতে সেরা ব্রেকথ্রু হওয়ার খবরটিও আমি দিয়েছি প্রধানমন্ত্রীকে। তখন তিনি রোমানকে অভিনন্দন জানিয়ে আরচারির অনুশীলনের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা যায় কিনা তা নিয়েও কথা বলেন। গাজীপুরের ন্যাশনাল পার্কে আরচারির জন্য জায়গা বের করতে পারলে সেটা হবে অনুশীলনের জন্য ভালো পরিবেশ’।
রোববার রাতে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতের সব কয়টি উইকেট হারিয়ে করা ১৭৭ রানের জবাবে বাংলাদেশ ২৩ বল হাতে রেখে ছিনিয়ে নেয় ঐতিহাসিক জয়।
খেলাধুলার বিভিন্ন আসরে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা নতুন নয়। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো অর্জনটা প্রথম এলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত ধরে।
