Bangladesh
Maternity allowance in Bagladesh budget to be increased
পাশাপাশি বাড়ছে সুবিধা দেয়ার মেয়াদ। ৫শ’ টাকার পরিবর্তে নতুন অর্থবছরে সুবিধাপ্রাপ্ত মায়েরা ৮শ’ টাকা করে পাবেন। আর দুই বছরের পরিবর্তে এই সুবিধা দেয়া হবে তিনবছর। মায়েদের দারিদ্র্য বিমোচনে স্বপ্ন প্যাকেজ কার্যক্রমেরও সম্প্রসারণ করা হবে।
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রবিবার 'বাংলাদেশে মা দিবসের ১৩ বছর: টেকসই উন্নয়নে মায়ের স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে না পারলে জাতীয় উন্নতি-প্রগতি হবে না। এজন্য মায়ের যত্ন নিতে হবে। গর্ভকালীন সেবা-পুষ্টি নিশ্চিত করতে হবে।
মূল বক্তব্যে বেসরকারী সংস্থা ডরপ’র প্রতিষ্ঠাতা এএইচএম নোমান বলেন, আমরা বিশ্ব মা দিবসে- দেশীয় চিন্তায় ২০০৫ সালে মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে মা দিবস উদযাপন শুরু করি। যা এখন সরকার সারাদেশে বাস্তবায়ন করছে।
ডরপ উদ্ভাবিত ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম উন্নয়ন মডেলটি সরকার পাইলট আকারে দেশের সাতটি বিভাগের ১০টি উপজেলায় বাস্তবায়ন করেছে।
নোমান, দারিদ্র বিমোচন তথা- এসডিজি একের ভেতরে সতের লক্ষ অর্জনে আগামী ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে ‘মাতৃত্বকালীন ভাতা’র পরিমান ৫শ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নিত করার দাবী করেন।
একই সাথে স্বপ্ন প্যাকেজ কর্মসূচী বাস্তবায়নে ‘এক মা, ১ লক্ষ টাকা’ হারে, একশত জন করে, ১০০টি উপজেলায় মোট ১০০ কেটি টাকা বাজেট বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি দাবী জানান। এ ছাড়া তিনি জাতীয় দারিদ্র্য বিমোচন কর্তৃপক্ষ প্রতিষ্ঠারও দাবী জানান।
Image: Wikimedia Commons
