Bangladesh
Love for nation is Hasina's magic to bring development in Bangladesh: Ali
#SheikhHasina, #SheikhHasinaDevelopment, #SheikhHasinaImprovement, #SheikhHasinaBangladesh, #BangladeshDevelopment
ঢাকা, আগস্ট ১৬ঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জাদু দিয়ে দেশের উন্নতি করেন তা হল দেশ প্রেম।
মন্ত্রী বলেন যে নেত্রীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেির বিদেশের নেতারা আজ ওনার থেকে এই উন্নয়নের বিষয় জানতে আগ্রহী থাকেন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেঈরাখার সময় মন্ত্রি এই মন্তব্যগুলি বলেছেন।
মন্ত্রী বলেন উন্ন্যন বজায় রেখে হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন।
মন্ত্রি বলেন বিএনপি নেত্রি খালেদা জিয়া প্রধান্মন্ত্রঈর আসনে বসলেও উন্নতি করেনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশে মাটিতে উন্নয়ন বজায় রাখতে হলে আবার একবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
