Bangladesh

Live in your motherland with confidence: Hasina tells Hindus

Live in your motherland with confidence: Hasina tells Hindus

Bangladesh Live News | @banglalivenews | 28 Aug 2018, 12:41 pm
ঢাকা, আগস্ট ২৮ঃ আজ দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মাতৃভূমিতে আত্মবিশ্বাস নিয়ে বসবাসের আহ্বান করেছেন।

হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা আজ উনি জানিয়েছেন।


আজকে হিন্দু সম্প্রদায়ের এই বিশেষ পার্বণের কথা মাথায় রেখে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন একটি প্রতিনিধি দল।


হাসিনা বলেন এই দেশের মাটিতে সকল সম্প্রদায়ের মানুষের সমানভাবে বসবাস করবার অধিকার আছে।

 

হাসিনা বলেন বাংলাদেশের মাটিতে 'ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে বসবাস করবেন'।

 

"আর সেই অধিকারটা ভোগের জন্য যা যা করবার দরকার, সুযোগ সুবিধা দরকার- সরকার হিসেবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে, সম্মানজনকভাবে, সকলে যেন যার যার ধর্ম পালন করতে পারেন," উনি বলেন।

 

হাসিনা বলেনঃ "এই বাংলাদেশে আপনারা হিন্দু সম্প্রদায়- আপনাদের নিজেদের অধিকার নিয়েই বসবাস করবেন। আপনাদের কারো কাছে চাইতে হবে কেন?”

 

“নিজের যোগ্যতায় আপনারা আপনাদের স্থান করে নেবেন। আপনাদের সব সময় এই আত্মবিশ্বাস থাকতে হবে যে, এই মাটিটা আপনাদেরও। আপনি-আমি বলে কিছু নাই," উনি বলেন।