Bangladesh
Let the Independence not be wasted: Hasina
আওয়ামী লীগের আলোচনা সভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা বলেনঃ "এই স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই স্বাধীনতা কোনো দিন যেন ব্যর্থ হতে না পারে। আর যারা এই স্বাধীনতাকে ব্যর্থ করতে চায়, তারা যেন কোনো দিন এদেশের ক্ষমতায় আসতে না পারে।"
উনি বলেন বাংলাদেশের মাটিতে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের স্থান হবে না।
"এই দেশ জঙ্গিদের হবে না, এই দেশ স্বাধীনতাবিরোধীদের হবে না, এ দেশ যুদ্ধাপরাধীদের হবে না, এ দেশ হবে মুক্তিযোদ্ধাদের আদর্শের দেশ,” উনি বলেন।
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় হাসিনা আর বলেন ওনার সরকার বাংলার মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেবে।
“অর্থ সম্পদ চির দিন থাকে না। অর্থ সম্পদ কেউ কবরে নিয়েও যেতে পারে না," হাসিনা বলেন।
“মানুষ সম্পদের জন্য মারামারি কাটাকাটি করে, মরে গেলে সবই পড়ে থাকে, ফেলে রেখেই কবরে যেতে হয়," উনি বলেন।
উনি বলেন মানুষের জন্য কাজ করে যাওয়াই হল একজন রাজনীতিবিদের কর্তব্য।
"রাজনীতিবিদ হিসাবে মানুষকে কতটুকু দিয়ে যেতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, আমার অ্যাকাউন্টে সেইটুকুই হচ্ছে জমা," হাসিনা বলেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর আরও স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ওনার সরকারের আছে বলেও জানান হাসিনা।
হাসিনা বলেনঃ "আমরা এখন স্যাটেলাইটও উৎক্ষেপণ করতে যাচ্ছি। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের পর এর ১৫ বছর মেয়াদ থাকে। কাজেই পাঁচ বছরের মধ্যে আবার নতুন করে শুরু করতে হয়, এজন্য আমরা বঙ্গবন্ধু-২ করব, তারপর ৩ করব; এভাবে পরিকল্পনা আমাদের ভবিষ্যতের জন্য নেওয়া আছে।”
