Bangladesh

Lakhs sing Amar SonarBangla today

Lakhs sing Amar SonarBangla today

| | 26 Mar 2018, 01:56 am
ঢাকা, মার্চ, ২৬ : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধামন্ত্রীর উপস্থিতিতে আজে লাখো কন্ঠে ধ্বনিত হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সকাল থেকেই ছিল শিশু-কিশোরদের ঢল, তাদের সঙ্গে অভিভাবক, শিক্ষক, দর্শক। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চের পাশে দাঁড়ানো ছিলেন শিল্পীরা। প্রধানমন্ত্রী ইশারা দিতেই লাখো কণ্ঠে ধ্বনিত হলো ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

আজ ২৬ মার্চ ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এভাবেই লাখো কণ্ঠে ধ্বনিত হলো বাংলাদেশীদের প্রাণের জাতীয় সংগীত। ঘড়ির কাটায় তখন ৮টা পেরিয়ে গেছে। তবে সকালের রোদ তখনও উত্তাপ ছড়াতে শুরু করেনি। এর মধ্যেই জাতীয় সংগীতের ধ্বনি যেন তখন সকলের প্রাণেই বাজিয়ে যাচ্ছে দেশপ্রেমের বাঁশি।
 

জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন শিশু-কিশোর সমাবেশের নেতার কাছ থেকে। পরে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।
 

সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ৮টা ১৮ মিনিটে মাঠ পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। ৮টা ২১ মিনিটে মাঠ পরিদর্শন শেষে মঞ্চে ফেরেন তিনি। এ সময় স্টেডিয়ামের ডিসপ্লেতে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
 

ক্যাপশান : জাতীয় সংগীত গাইছেন প্রধানমন্ত্রী (ছবি- টিভি থেকে নেওয়া)