Bangladesh

Khaleda Zia returns to prison

Khaleda Zia returns to prison

Bangladesh Live News | @banglalivenews | 09 Nov 2018, 06:28 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ৯ : নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার সময় এ মামলার শুনানি শেষ হলে তাকে আবারও নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
 
এর আগে বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি জন্য ১ মাস ২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি জন্য আগামী ১৪ নভেম্বর (বুধবার) নতুন দিন ধার্য করেছেন।
 
মামলা সূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতির মামলাটি দায়ের করেন।
 
এতিকে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়েছে। মেডিকেল বোর্ডে যারা দায়িত্বে ছিলেন তারা তাকে ছাড়পত্র দেননি। অন্য একজনের মাধ্যমে ছাড়পত্র লেখানো হয়েছে।
 
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেছেন, ‘খালেদা জিয়ার শারিরীক অবস্থার উন্নতি হওয়ার পর এখন স্থিতিশীল রয়েছে।’ বৃহস্পতিবার বিএসএমএমইউ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়া যেসব শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন, আমরা চেষ্টা করেছি তাকে সবগুলো চিকিৎসা দিতে। বিভিন্ন ইনভেস্টিগেশনের রিপোর্টও আমরা ভালো পেয়েছি।
বর্তমানে ওনার অবস্থা স্থিতিশীল আছে। ওনার অসুস্থতায় যে সকল পরীক্ষা করা হয়েছিল সেগুলো বেশ ভালো পাওয়া গেছে। এ ছাড়া সিটি স্ক্যান রিপোর্টেও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। আমাদের মেডিকেল বোর্ড যদি মনে করেন তার ফিজিও থেরাপি দেয়া প্রয়োজন তখন তারা তা দেবেন।’
 
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়াকে বিএসএমএমইউ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। ১১টা ৩৫ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কারাগারে ঢোকে।