Bangladesh

Khaleda Zia has spoiled his party: Muhit

Khaleda Zia has spoiled his party: Muhit

Bangladesh Live News | @banglalivenews | 28 Sep 2018, 12:15 pm
ঢাকা, সেপ্টেম্বর ২৮ঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন যে গত সাধারণ জাতীয় নির্বাচনে বিনেপিকে অংশগ্রহণ না নিতে দিয়ে খালেদা জিয়া দলটিকে 'নষ্ট' করে ফেলেছে।

মুহিত বলেন যে উনি মনে করেন এই বিষয়টির সুবিধা পাবে আওয়ামী লীগ।

 

আগামী নির্বাচনে এই বিষয়টির সুবিধা পাবে তার দল, মনে করেন অর্থমন্ত্রী।

 

শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে যোগ দিয়ে মুহিত এই মন্তব্য করেছেন।

 

প্রসঙ্গত, বিএনপি ও খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে  ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল।

 

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, হাসিনা বলেনঃ "তিনি নির্বোধের মত নির্বাচন করলেন না। নির্বাচন করলে অবশ্যই একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হত। তিনি হেলায় হারালেন। শুধু হারালেন না, নির্বাচনে জিততে টিটতে না পেরে তিনি তার পার্টিটাকে বিনষ্ট করে দিয়েছেন।”

 

"এবারের নির্বাচনে আমরা তা গ্রহণ করব। আমরা অবশ্যই জিতব,” উনি বলেন।

 

আর কিছু মাসের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।