Bangladesh

Jessore: Zebra found in cattle shed

Jessore: Zebra found in cattle shed

Bangladesh Live News | @banglalivenews | 09 May 2018, 07:04 am
নিজস্ব প্রতিনিধি , ঢাকা, মে ৯ : যশোরের শার্শা উপজেলার একটি গরুর হাটের খাটাল থেকে নয়টি জেব্রা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে বাগআঁচড়া সাতমাইল পশুর হাট এলাকার নূর হোসেন তুতুর গরুর খাটাল থেকে পূর্ণ বয়স্ক জেব্রাগুলো উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার সাতমাইলে হাটের দিন ছিল। হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এর মধ্যে একটি জেব্রা মারা গেলে বিষয়টি জানাজানি হয়।

 

ওই খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টহল দল ওই খাটালে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে। অভিযানের সময় সেখানে কাওকে পাওয়া যায়নি এবং কেউ জেব্রাগুলোর মালিকানা দাবি করেনি।

 

জেব্রাগুলো ভারতে পাচারের জন্য এখানে আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে। খাটালে বড় কিছু কার্টন পড়ে ছিল।

 

ধারণা করা হচ্ছে, কার্টনে ভরেই জেব্রাগুলো সেখানে নেওয়া হয়। সাদা কালো ডোরা কাটা এই আফ্রিকান প্রাণীগুলোর মোট দাম এক কোটি টাকারও বেশী।

 

জেব্রাগুলো আপাতত যশোর পুলিশ লাইনসে নিয়ে রাখা হয়েছে।

 

পরে বনবিভাগের কাছে হস্তারর করা হবে।