Bangladesh

JAPA: Major conflict hits party

JAPA: Major conflict hits party

Bangladesh Live News | @banglalivenews | 07 Sep 2019, 06:28 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ৭ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতার পদ নিয়ে প্রয়াত এরশাদের ভাই জি এম কাদের ও স্ত্রী রওশন এরশাদের দ্বন্দের বিষয় নিয়ে হাইকোর্টে রিট করতে যাচ্ছেন এক আইনজীবী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে নির্বাচনে অংশ নেওয়া অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করবেন।

বৃহস্পতিবার তিনি বলেন, রিটে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের উত্তরাধিকারী ও জাতীয় পার্টির চেয়ারম্যান ঠিক করে দেওয়ার নির্দেশনা চাওয়া হবে।

 

তিনি আরো বলেন, জি এম কাদের ও রওশন এরশাদের দ্বন্দের কারণে জাতীয় পার্টির লাখ লাখ নেতা-কর্মী অস্বস্তিতে রয়েছেন। এ অবস্থা চলতে পারে না। জাতীয় পার্টির একজন শুভাকাঙ্খী ও কর্মী হিসেবে আমি সংক্ষুব্ধ।

 

এ কারণে আগামী রোববার রিট করতে যাচ্ছি। রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্পীকারসহ সংশ্লিষ্টের বিবাদী করা হবে বলে জানান এ আইনজীবী।

 

এর আগে বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর এক সংবাদ সস্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরকে পদ ছাড়ার আহ্বান জানান দলের জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এর আগেই জি এম কাদেরকে রওশন এরশাদের সম্মতি ছাড়াই পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এছাড়া বিরোধী দলের নেতা মনোনীত করতে স্পীকারকে জি এম কাদের ও রওশন এরশাদ পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন।

 

নতুন করে বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণার মধ্য দিয়ে এরশাদের মৃত্যুর পরে আনুষ্ঠানিকভাবে দুভাগ হয়ে গেল এরশাদের জাতীয় পার্টি। দলের একটি অংশ রওশনের পক্ষে, আরেকটি অংশ জিএম কাদেরের পক্ষে অবস্থান নিয়েছেন। রওশনের পক্ষে ঢাকা মহানগর উত্তর জাপা আর জিএম কাদেরের পক্ষে মহানগর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদককে দেখা গেছে। এভাবে সারা দেশে দলের নেতা-কর্মীরা দ্ভুাগে বিভক্ত হয়ে পড়েছেন।