Bangladesh

It was a plan to eliminate Awami League leaders on 21 August attack: Hasina

It was a plan to eliminate Awami League leaders on 21 August attack: Hasina

Bangladesh Live News | @banglalivenews | 31 Jul 2018, 11:30 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত কখনও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাস করে না।

তারা হত্যা, ক্যু আর খুনের রাজনীতিতে বিশ্বাসী। তাদের মদতে একুশে আগস্ট আওয়ামী লীগ নেতাদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা নেয়া হয়েছিল।

 

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত ২১ আগস্টে গ্রেনেড হামলায় হতাহত ২৫ জনের পরিবারের কাছে সঞ্চয় সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোটের বিশাল ষড়যন্ত্র হিসাবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, এই হামলার কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া বলেছিলেন,আমি ভবিষ্যতে আর কখনো প্রধানমন্ত্রী, এমনকি বিরোধী দলীয় নেতাও হতে পারব না। বেগম জিয়ার এই বক্তব্যের পরই এই হামলা হয় এবং এ থেকে বোঝা যায় এই অপরাধে কে জড়িত।


গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগ এবং দলের অঙ্গসংগঠনের ২২ জন নেতাকর্মী নিহত এবং বোমার আঘাতে ৫ শতাধিক নেতাকর্মী আহত হয়। তাদের অনেকেই এখন দুর্বিসহ জীবন বয়ে বেড়াচ্ছেন। এই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেচেঁ গেলেও উপর্যুপরি বোমার শব্দে তিনি তাঁর কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন।


তিনি বলেন, সিলেটে হযরত শাহজালাল (রা.)-এর মাজারে ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলাসহ সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ২০০৪ সালের ২১ আগস্টে দলের কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছিল। আমরা যখন একটি সন্ত্রাসবিরোধি সমাবেশ করছিলাম, ঠিক তখনি সন্ত্রাসের শিকার হলাম। ঘাতকরা প্রকাশ্য দিবালোকে এ ধরনের অপরাধ করতে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়লো।


তিনি বলেন, ঘাতকরা ১৩টি গ্রেনেড হামলা চালায়। এতে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা কর্মী নিহত হন। শত শত নেতা কর্মী আহত হন। মেয়র মো. হানিফসহ দলের নেতাদের সৃষ্ট মানবঢালে আমি প্রাণে বেঁচে যাই।


শেখ হাসিনা বলেন, এই হামলার পর থেকে তিনি ব্যাক্তিগত ভাবে এবং তার দলের পক্ষ থেকে ২১ আগস্টে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সহায়তা করা হচ্ছে। তিনি বলেন, আমি যতদিন বেচে থাকব ততোদিন তাদেরকে সহায়তা দিয়ে যাব।