Bangladesh
Indian students stranded in Dhaka return home
ঢাকায় ভারতের হাইকমিশন জানায়, করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে নয়াদিল্লি।
এর মধ্যে অনেকেই চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি কারণে বিভিন্ন দেশে থাকছিলেন।
কিন্তু এ বছরের শুরুতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তারা অবস্থানস্থল দেশে আটকা পড়েন। তাছাড়া অনেকের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা পরিবারের সদস্যের মৃত্যুজনিত কারণে স্বদেশে ফেরা অনিবার্য হয়ে পড়ে।
তাদের ফেরানোর এ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে থাকা প্রথম ভারতীয়দের দলকে ৮ মে (শ্রীনগর) ফিরিয়ে নেয়া হয়েছে।
একইভাবে অন্য নাগরিকদেরও ফিরিয়ে নিতে শ্রীনগরে ৮, ১২ ও ১৩ মে, দিল্লিতে ৯ ও ১১ মে, মুম্বাইতে ১০ মে এবং চেন্নাইতে ১৪ মে যাবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ যাত্রী বহন করা হবে। প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজপড়ুয়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেয়া হয়েছে।
ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রথম দলটিকে বিদায় জানান।
