Bangladesh
India cancels visa of three Tablighi Jamaat members for breaking rules
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেশী দেশের আইন না মেনে এসব বাংলাদেশি দেশকে বিব্রত করেছেন বলে মন্তব্য করেছেনপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, তারা নিশ্চয় ভালো কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। তবে সে দেশের আইন তাদের মানা উচিত ছিল। ভারতের আইন না মানায় দেশটি তাদের ভিসা বাতিল ও কালোতালিকাভুক্ত করেছে।
উল্লেখ্য, শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থার পিটিআই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানায়, দিল্লির নিজামউদ্দিনে তাবলিগ জামাতের মার্কাজ মসজিদে ইজতেমায় যোগ দেয়া ৯৬০ জন বিদেশিকে কালোতালিকাভুক্ত এবং তাদের ভিসা বাতিল করা হয়েছে।
এদিকে রোববার বিবিসি বাংলা জানায়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ তাবলিগ জামাতের সদস্য ১২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে। তারা দিল্লির মার্কাজ নিজামুদ্দিনের জামাতে অংশ নিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের একটি তাবলিগ মসজিদে অবস্থান করছিলেন। ইতোমধ্যে তাদের দুজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে, বাকিদেরও পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন বলেন, সম্প্রতি দিল্লির নিজামউদ্দিনের মার্কাজ মসজিদে তবলিগ জামাতের ইজতেমায় যোগ দিয়েছিলেন এমন কয়েকজন বাংলাদেশির ভিসা বাতিল করেছে ভারত।
