Bangladesh

India cancels visa of three Tablighi Jamaat members for breaking rules

India cancels visa of three Tablighi Jamaat members for breaking rules

Bangladesh Live News | @banglalivenews | 09 Apr 2020, 02:22 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ৯ : টুরিস্ট ভিসা নিয়ে বেড়াতে গিয়ে ধর্মীয় সমাবেশে অংশ নেয়ায় বাংলাদেশি তাবলিগের কিছু সদস্যের ভিসা বাতিল করেছে ভারত। সেইসঙ্গে তাদের কালো তালিকাভুক্ত এবং মামলা করেছে দেশটি। বিশেষ করে সেদেশে চলমান লকডাউনের মধ্যে দিল্লির নিজামউদ্দিনে তাবলিগ জামাতের মার্কাজ মসজিদে ইজতেমায় অংশ নেয়ায় সেখানে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বেশি। এ কারণে কঠোর এই ব্যবস্থা নিয়েছে দেশটি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেশী দেশের আইন না মেনে এসব বাংলাদেশি দেশকে বিব্রত করেছেন বলে মন্তব্য করেছেনপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, তারা নিশ্চয় ভালো কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। তবে সে দেশের আইন তাদের মানা উচিত ছিল। ভারতের আইন না মানায় দেশটি তাদের ভিসা বাতিল ও কালোতালিকাভুক্ত করেছে।


উল্লেখ্য, শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থার পিটিআই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানায়, দিল্লির নিজামউদ্দিনে তাবলিগ জামাতের মার্কাজ মসজিদে ইজতেমায় যোগ দেয়া ৯৬০ জন বিদেশিকে কালোতালিকাভুক্ত এবং তাদের ভিসা বাতিল করা হয়েছে।


এদিকে রোববার বিবিসি বাংলা জানায়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ তাবলিগ জামাতের সদস্য ১২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে। তারা দিল্লির মার্কাজ নিজামুদ্দিনের জামাতে অংশ নিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের একটি তাবলিগ মসজিদে অবস্থান করছিলেন। ইতোমধ্যে তাদের দুজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে, বাকিদেরও পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।


এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন বলেন, সম্প্রতি দিল্লির নিজামউদ্দিনের মার্কাজ মসজিদে তবলিগ জামাতের ইজতেমায় যোগ দিয়েছিলেন এমন কয়েকজন বাংলাদেশির ভিসা বাতিল করেছে ভারত।