Bangladesh

India-Bangladesh relationship better than before, says Quader
ওবায়দুল কাদের (ফাইল ছবি)।

India-Bangladesh relationship better than before, says Quader

Bangladesh Live News | @banglalivenews | 28 Jul 2020, 09:59 am
The relationship between Indian and Bangladesh is better than before said minister Obaidul Quader. The Awami League General Secretary made a statement during his meeting with Indian High Comission to Dhaka Riva Ganguly Das on Tuesday.

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সংগে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ’৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহণের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, দুই দেশের সম্পর্কের সেতুবন্ধ সময়ের পরিক্রমায় দিন-দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে। সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে হাইকমিশনারের সহযোগিতার জন্য মন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান।