Bangladesh

Husband or Magistrate

Husband or Magistrate

Bangladesh Live News | @banglalivenews | 11 May 2019, 11:23 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ১১ : ফরিদপপুরের সদরপপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীলের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সদরপপুরের শোনপাচা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী সাগরিকা আক্তার (১৫)।

জানা যায়, সদরপপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর গ্রামের আতাহার মোল্যার মেয়ে সাগরিকা আক্তারের সঙ্গে একই গ্রামের আইয়ুব মোল্যার প্রবাসী ছেলে লিটন মোল্যার (২৮) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অ্যাসিল্যান্ড সজল চন্দ্র শীল কনের বাড়িতে হাজির হন।

 

এসময় কনের বাড়ির সবাই ভেবেছিল বর এসেছে। ওই বাড়িতে অ্যাসিল্যান্ড হাজির হওয়ার খবর পেয়ে পথ থেকেই ফিরে যান বর ও যাত্রীরা।   


এসময় বিয়ে বন্ধ করে কনের বাবাকে আটক করেন অ্যাসিল্যান্ড।

 

পরে কনের বাবা তার কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না মর্মে মুচলেকা দেন নির্বাহী ম্যাজিট্রেটের কাছে।

 

পরে কনের বাবাকে ছেড়ে দেয়া হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সদরপপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল জানান, নবম শ্রেণিতে পড়ুয়া মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

 

কনের বাড়িতে হাজির হওয়ার সংবাদ পেয়েই বর আর আসেনি। তিনি বলেন, কনের বাবাকে আটক করা হয়। পরে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।