Bangladesh

Hasina urges doctors to serve humanity

Hasina urges doctors to serve humanity

Bangladesh Live News | @banglalivenews | 07 Oct 2018, 12:00 pm
ঢাকা, অক্টোবর ৭ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আক্ষেপের সুরেই বলেছেন যে দেশের হাসপাতালগুলিতে চিকিৎসকদের নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হলেও তারা সঠিক সেবা অনেক সময় দিচ্ছে না।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসক সম্মেলনে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেন।


“এখানে একটা দুঃখের কথা বলতে চাই। যেখানে ৫০ বেডের আমাদের একটা হাসপাতালে কমপক্ষে ১০ জন ডাক্তার থাকার কথা, কোথাও কোথাও একজন, কোথাও কোথাও খুব বেশি হলে চারজন। সেখানে কিন্তু ডাক্তার থাকে না। মানুষ তাহলে সেবা পাবে কিভাবে? এটা আমার প্রশ্ন," হাসিনা বলেন।


হাসিনা চিকিৎসকদের মানুষদের অবহেলা না করতে আহ্বান করেন।


হাসিনা বলেনঃ "পদ আমরা সৃষ্টি করে দিয়েছি। কিন্তু সেখানে আমরা ডাক্তার পাই না। নিয়োগও আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু কেন এই অবহেলা মানুষের প্রতি। এটা নিশ্চিয়ই জনগণ আকাঙ্ক্ষা করে না। সেটা আমি আপনাদের ভেবে দেখার জন্য অনুরোধ করব।”


ওনার সরকারের হাসপাতালগুলিকে উন্নত করবার বিভিন্ন পদক্ষেপে কথা তুলে ধরেন।

 

ঢাকার  মেডিকেল কলেজ হাসপাতালকে আরও উন্নত করবার বিষয়টিকে তুলে ধরে উনি বলেন, “সেখানে শত বছরের পুরনো বিল্ডিং, কেউ কেউ এটাকে হেরিটেজ বলেন। কিন্তু হেরিটেজ মাথায় ভেঙে পড়লে কি হবে সেটা আর কেউ ভাবে না।"

 

“আমি নতুন প্ল্যান তৈরি করেছি। অত্যন্ত আধুনিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমরা নির্মাণ করে দেব। ইতোমধ্যে আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করেছি। নতুন হাসপাতাল হলে এই শয্যা সংখ্যা আরো বৃদ্ধি করা হবে," উনি বলেন।

 

চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে ওনার সরকার কয়াজ করছে বলেন হাসিনা।