Bangladesh
Hasina's popularity has increased
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ৪: ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট- আইআরআই এর পরিচালনায় এক জরিপের ফলাফলে বলা হয়েছে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সর্ভের এ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৬ শতাংশ নাগরিকের সমর্থন রয়েছে বর্তমান সরকারের প্রতি পাশাপাশি ৬৪ শতাংশ নাগরিক আওয়ামী লীগের প্রতি ইতিবাচক সমর্থন প্রকাশ করেছেন।
গবেষণায় আরো বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার।
আর এজন্য জননিরাপত্তা নিয়ে দেশের ৬৮ ভাগ নাগরিক সন্তুষ্ট।এ ছাড়াও দেশের সরকারি বিভিন্ন সেবা, গণতন্ত্র, ও উন্নয়ন নিয়ে জনগণের সন্তুষ্টি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
এই গবেষণার জন্য দেশের ৫ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।
এ বছরের এপ্রিলের ১০ তারিখ থেকে ২১ মে পর্যন্ত জরিপ চালানো হয়।
