Bangladesh

Habiganj: Lightning kills 2

Habiganj: Lightning kills 2

Bangladesh Live News | @banglalivenews | 29 Apr 2019, 07:55 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২৯ : হবিগঞ্জে বজ্রপাতে এক শিশু ও এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন দগ্ধ হন। তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের বাসিন্দা ডেঙ্গু মিয়া (৫০) ছেলেদের নিয়ে রোববার গ্রামের পাশের হাওরে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি নামে।

 

এ সময় বজ্রপাত হলে ডেঙ্গু মিয়া ও তার ছেলেরা গুরুতর আহত হন।

 

তাৎক্ষণিক হাওরে থাকা অন্য কৃষকরা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু মিয়াকে মৃত ঘোষণা করেন। দগ্ধ অবস্থায় তার ছেলে তোরাব আলী, করম আলী ও কিতাব আলীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অপরদিকে, বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর মিয়ার মেয়ে সালমা আক্তার (৮) রোববার বাড়ির আঙিনায় আম কুড়াতে যায়।

 

এ সময় বজ্রপাতে সে গুরুতর দগ্ধ হয়। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ।