Bangladesh
Gazipur rod mishap kills 2
নিহতরা হলেন জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় ছয়শত পাড়া এলাকার হযরত আলীর ছেলে রাশেদ (২১) ও নেত্রকোণার আটপাড়া থানার জালশুকা গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী রিমা আক্তার (১৯)।
রিমার স্বামী জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় আব্দুল হাই একাডেমির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তার স্ত্রী দুর্ঘটনায় পড়েন। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী আল আরাফা পরিবহনের একটি বাস রিমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় পুলিশ বাস আটক করলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে নিহত রাশেদের বাবা হযরত আলী বলেন, রাশেদ তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় পড়েন।
কেওয়া পশ্চিম খ- মাওনা-কড়ইতলা সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আহত হন। গুরুতর আহত রাশেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যুু হয়।
