Bangladesh
Gas cylinder blast leaves 8 hurt
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১ : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মুলাইদ গ্রামে রোববার সকালে আগুনে একটি বসতবাড়ির আটটি ঘর পুড়ে গেছে।
বাড়ির মালিক মঞ্জুরুল ইসলাম জানান, বাড়ির ভেতরে রান্নার কাজের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আটটি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ জানান, সকালে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই বাড়িতে আগুন ধরে যায়।
এতে ৮টি ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
