Bangladesh

Forget about car, house: President tells Hamid

Forget about car, house: President tells Hamid

Bangladesh Live News | @banglalivenews | 25 Jul 2018, 11:22 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৬ : নিজের পরিবার ও কর্মক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়া আর গাড়ি-বাড়ির চিন্তা ভাবনা বাদ’ দিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি সমাজ ও আর্থ-সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে।


দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করে তোলার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ কাজটি শুরু করতে হবে আপনাদের অফিস ও পারিবারিক অবস্থান থেকে। মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি চালু করতে হবে।’

 

এ সময় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে আবদুল তিনি বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়া আর গাড়ি-বাড়ির চিন্তাভাবনাকে বাদ দিয়ে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

 

জনমুখী ও টেকসই ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের গ্রামগুলি শান্তির নীড় হিসেবে খ্যাত।

 

কতিপয় অসাধু লোকের কারণে গ্রামের শান্তি আজ বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ তাদের কারণে হয়রানির শিকার হচ্ছে। ছোটখাট বিষয় যা স্থানীয়ভাবে মীমাংসা করা সম্ভব তা এই অসাধু ব্যক্তিদের কারণে মামলায় পরিণত হচ্ছে। গ্রামের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এদের দৌরাত্ম্য হ্রাসে ব্যবস্থা নিতে হবে।

চলমান মাদকবিরোধী অভিযানে যাতে নিরীহ কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ থাকার কথা নির্দেশনা দেন আবদুল হামিদ। তিনি বলেন, মাদক যুব সমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।

 

মাদকদ্রব্য যাতে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে না দেয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

 

দেশের মাটি থেকে যে কোনও মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যাপক প্রচারণার মাধ্যমে গণসচেতনতা সৃষ্টিরও আহ্বান জানান।


পরে রাষ্ট্রপতি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।