Bangladesh
Fire breaks out in Gazipur warehouse
ঢাকা, জুলাই ৩ঃ গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার একটি ফোম তৈরির কারখানা ও গুদামে আগুন লেগেছে, জানিয়েছেন পুলিশ।
বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি কারখানা ও গুদামে এই ঘটনাটি ঘটেছে, জানিয়েছেন পুলিশ।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তবে, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
ভোর পাঁচটার দিকে এই অগ্নিকান্ডের প্রথম সুত্রপাত ঘটে, ফায়ার সার্ভিসের সুত্রে জানা গেছে।
ফোম ও সিনথেটিক কাপড় তৈরি হয় বলে সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।
কিভাবে এই আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়।
