Bangladesh

Ferry Service hit in a part of Bangladesh

Ferry Service hit in a part of Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 11 Aug 2018, 07:48 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ১১ : পদ্মাায় বিপজ্জনক ¯্রােতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে পড়েছে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক।

 তবে যাত্রীবাহী পরিবহন পারাপার স্বাভাবিক রয়েছে।


শনিবার সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া রুট দিয়ে ফেরিতে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন পারাপার হয়।

 

বর্ষা মৌসুমের শুরুতেই নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দেয় তীব্র স্রোত।

 

যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন নদী পার হতে ফেরিগুলোর সময় লাগছে প্রায় দ্বিগুন। ফলে প্রতিনিয়তই দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকছে যানবাহন।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারে সময় লাগছে আগের তুলনায় প্রায় দ্বিগুন।

 

দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে প্রায় ২শ পণ্যবাহী ট্রাক। বর্তমানে এ রুটে ১৪-১৫টি ফেরি চলাচল করছে।