Bangladesh

Farmers in Meghna by ignoring COVID-19 scare
Amirul Momenin

Farmers in Meghna by ignoring COVID-19 scare

Bangladesh Live News | @banglalivenews | 02 May 2020, 03:13 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২ : ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে করোনার এই ক্রান্তিলগ্নে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছে হাজার হাজার জেলে। তবে বিশাল এই জনগোষ্ঠীর রয়েছে করোনা ঝুঁকি। একটি নৌকায় বিভিন্ন পরিবারের সদস্য রয়েছে। কে জানে একই নৌকার কোনো মানুষটি করোনা পজিটিভ?

তবে নদীতে নিষেধাজ্ঞা শেষ হলেও করোনা নিয়ে মাছ শিকারে যেতে সরকারের বাড়তি কোনো নির্দেশনা নেই। যেহেতু বাজারে মাছ উঠছে, হাট বসছে ও বিভিন্নস্থান থেকে মাছ সরবরাহ হচ্ছে, সেজন্য জেলেদেরও নদীতে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তা। কিন্তু নদীতে একই নৌকাতে অনেক জেলেকে থাকতে হয়, এতে করোনা ঝুঁকি রয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এর থেকে রক্ষা পেতে জেলেদেরকে সচেতনতা বজায় রেখে কাজ করতে হবে।


জানা গেছে, জেলা সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ৬০ হাজার মৎস্যজীবি রয়েছে। তবে সরকারি হিসেবে এ জেলায় ৪৫ হাজার ৭৭১ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এরমধ্যে নিষেধাজ্ঞার সময় মাত্র ২৪ হাজার ২৪৭ জন জেলেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে কার্ড থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক জেলে পাচ্ছে না খাদ্য সহায়তা। এজন্য বাধ্য হয়ে নিষেধাজ্ঞাকালীন নদীতে নামে জেলেরা।


জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় জেলেরা নদীতে মাছ শিকার থেকে বিরত থাকেন। তবে সুযোগ পেয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে নেমেছে কিছু অসাধু জেলে। এরমধ্যে আটক জেলেদের ৪৬ জনকে কারাদণ্ড ও অন্য আটকদের ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।