Bangladesh

Family members meet Khaleda Zia

Family members meet Khaleda Zia

Bangladesh Live News | @banglalivenews | 03 Oct 2018, 06:12 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ৩ : বিএনপি চেয়ারপারসনের ছয়জন আত্মীয় মঙ্গলবার বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে যান।

সেখানে একমাত্র বন্দি হিসেবে রয়েছেন ৭৩ বছর বয়সী খালেদা। বিকাল ৪টার দিকে কারাফটক দিয়ে ঢোকেন তারা; সোয়া ৫টার সময় বেরিয়ে আসেন। এ দফায় সাক্ষাৎ করেন খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা, তাদের ছেলে অভীক এস্কান্দার, খালেদার ভাগ্নে ডা. মামুন এবং তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান বিন্দু।


জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় দ-ের রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে এই কারাগারে রয়েছেন খালেদা জিয়া। স্বজনরা মাঝে মধ্যেই তার সঙ্গে দেখা করে আসছেন। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর দেখা করতে গিয়েছিলেন তারা। খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানাচ্ছে তার দল বিএনপি। তবে তাতে সরকারের সাড়া মিলছে না।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৫ অগাস্ট দেখা করে এসে সাংবাদিকদের বলেছিলেন, ‘ম্যাডাম শারীরিক দিক দিয়ে অসুস্থ আছেন, বেশ অসুস্থ। আমি আগে তাকে দেখেছি, তার চাইতে অবস্থা এখন ভালো নয়। আমার কাছে মনে হয়েছে, তিনি ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন।’