Bangladesh
Ex-Chief Justice took money to speak against government: Joy
সেখানে তিনি গোপনে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেমের ভাই মামুনের সঙ্গে দেখা করেন। আমরা জানতে পেরেছি, মামুনের কাছ থেকে তিনি বড় অংকের টাকা পেয়েছেন।
টাকাটা তাকে দেওয়া হয়েছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য।’ রোববার (১২ আগস্ট) জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন।
পোস্টে জয় আরও লিখেছেন, ‘তাদের এই আলাপ দেখেছে ও শুনেছে এরকম সাক্ষীও আছে।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দেশে রাজনৈতিক ষড়যন্ত্র খুবই সাধারণ একটি বিষয়।
এইপ্রবন্ধটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমাদের 'কু-শীল' সমাজ কীভাবে প্রতিক্রিয়া দেখাতো, যদি ১৯৭৫-এর ১৫ আগস্টের ষড়যন্ত্র ব্যর্থ হতো।’
ষড়যন্ত্রের ক্ষেত্রে অপিরিচিত বা অজনপ্রিয় মানুষের ভূমিকা কম উল্লেখ করে জয় আরও লিখেছেন, ‘একটি ষড়যন্ত্রকে সফল করতে হলে দরকার হয় উচ্চপর্যায়ের ও ক্ষমতাবান কাউকে। যেমন সিনহা বা শহিদুল আলম।
