Bangladesh

Engine mishap in Rongpur leaves 1 killed

Engine mishap in Rongpur leaves 1 killed

Bangladesh Live News | @banglalivenews | 04 Oct 2019, 09:19 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ৪ : রংপুরে ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।

 এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০-৬০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের কাউনিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছার পর বিকেল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন। ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ৫০-৬০ জন যাত্রী। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ের (পশ্চিমাঞ্চল) লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি এবং রাজশাহী বিভাগীয় প্রকৌশলী মৃনাল কান্তি ভৌমিকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


রেলওয়ের (পশ্চিমাঞ্চল) লালমনিরহাট বিভাগীয় জেনারেল ম্যানেজার শফিকুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লালমনিরহাটকে এবং আগামী ৩ দিনের মধ্যে রাজশাহীকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।