Bangladesh
Elections in Rajsahi, Sylhet and Barishal City on July 20
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৯: আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুয়ায়ী আগামী ২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ২ জুলাই যাচাই- বাছাই, ৯ জুলাই প্রত্যাহার এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে আরো জানান, তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
এছাড়া, সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ রাখার সিদ্ধান্তে একজন ছাড়া বাকি ৪ নির্বাচন কমিশনার একমত হয়েছেন বলেও জানান সিইসি নূরুল হুদা।
২০১৩ সালের ১৫ জুলাই এই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
