Bangladesh
Election Commission happy with polling in three places
ঢাকা, জুলাই ৩০ঃ বরিশাল, রাজশাহী, সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে হয়েছে বলেই আজ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
উনি বলেছেন যে নির্বাচন নিয়ে উনি সন্তুষ্ট।
"সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে," উনি বলেন।
উনি সাংবাদিকদের বলেনঃ "যেখানে সমস্যা হয়েছে, সেখানে তো আমরা ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে, তা তদন্ত হবে।"
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে।
এই মুহূর্তে গণনা প্রক্রিয়া চলছে।
ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে বিকেল ৪ টের দিকে।
দুই জায়গায় আওয়ামী লীগ এগিয়ে থাক্লেও শেষ পাওয়া খবর অনুযায়ী সিলেট বিএনপি সামান্য হলেই এগিয়ে আছে।
