Bangladesh

E-passport to be launched soon

E-passport to be launched soon

Bangladesh Live News | @banglalivenews | 27 Jun 2018, 07:09 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ২৭: মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি বিশ্বে একশো উনিশতম দেশ হিসেবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট।

অত্যাধুনিক প্রযুক্তির এই পাসপোর্টে নিরাপত্তা বাড়ার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্টে হয়রানি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জার্মান সরকারের সাথে জিটুজি চুক্তির আওতায় সামনে জুলাই মাস থেকেই প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।


বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের নাগরিকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ইলেকট্রনিক পাসপোর্ট তুলে দিতে ২০১৬ সালে মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্ট চালুর উদ্যোগ নেয় সরকার।


২১ জুন একনেক চার হাজার ৬৩৫ কোটি ৯১ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয়।


নিরাপত্তা নিশ্চিত করতে ই-পাসপোর্টে ইলেকট্রনিক ছবি, স্বাক্ষর ও দশ আঙ্গুলের ছাপের পাশাপাশি থাকবে চোখের মণির ছবি। এছাড়া মূল পাতায় থাকবে ইলেক্ট্রনিক চিপ যাতে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য।


সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-পাসপোর্টের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইমিগ্রেশনে হয়রানি বন্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Image: Wikimedia commons