Bangladesh
Don't put Khaleda Zia's image on OikyoFront's posters: EC
ঢাকা, ডিসেম্বর ২০ ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দলীয় জোটের প্রার্থীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি প্রচার কাজে ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ কথা জানিয়ে বিএনপিকে চিঠি দেয়া হয়েছে। শরিক দলের প্রার্থীদের প্রচার কাজে খালেদা জিয়ার ছবি ব্যবহারের সিদ্ধান্ত চেয়ে গত ১৩ ডিসেম্বর বিএনপি ইসি সচিবকে চিঠি দিলে বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচনে গণফোরাম, জেএসডি, এলডিপি ও নাগরিক ঐক্যসহ আরও বেশ কিছু দল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট।
বিএনপিকে দেয়া সিদ্ধান্তের চিঠিতে বলা হয়- গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।
কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে না।
