Bangladesh
Don't increase prices of edibles during Ramazan: Hasina
এই সময় তেল, ছোলা, চিনিসহ নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে, সেজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। একইসঙ্গে পর্যাপ্ত সরবরাহ যেন থাকে, সে বিষয়টি ও আপনাদের দেখতে হবে।’
প্রধানমন্ত্রী বুধবার সকালে তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্থর স্থাপন সহ ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনকালে ভাষণে একথা বলেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ’র (বেজা) আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ১৬টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু, ২০টি নতুন শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপন এবং ৫টি চলমান কাজের শুভ উদ্বোধন ও করেন শেখ হাসিনা।
মেঘনা অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনার কাছে একটা আহ্বান, সামনে রোজায় চিনির যেন সমস্যা না হয়, তেলের যাতে সমস্যা না হয়, সেটা একটু দেখবেন।
পরে ওই বিনিয়োগকারী বলেন, আমাদের সাপ্লাই স্বাভাবিক রয়েছে। আমরা আশা করছি, কোনো সমস্যা হবে না।
চট্টগ্রামের বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যারা জমি দিয়েছে, তাদের পরিবারের সদস্যরা যেন কাজ করার সুযোগ পায় সে দিকটা আপনারা দেখবেন।
