Bangladesh
Dhaka: Two vessels collide, 1 passenger injured
ঢাকা, মে ১০ঃ বুড়িগঙ্গা নদীতে দুটি নৌযানের মুখোমুখি সংঘর্ষ ঘটায় আজ ঢাকার সদরঘাটে একজন ব্যাক্তি আহত হয়েছেন, জানিয়েছেন পুলিশ।
আজকের দুর্ঘটনাটি ঘটে যখন সকাল সোয়া ৮টার দিকে পোস্তাগোলা ব্রিজের কাছে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চের সঙ্গে এমভি সাব্বির-২ লঞ্চের সংঘর্ষ হয়।
বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের সদস্যরা আজকের এই দুর্ঘটনার পরে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌছায়।
গ্রিনলাইনের নৌযানটি সকাল ৮টার দিকে লালকুঠি ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যখন মাঝপথে এই দুর্ঘটনাটি ঘটে।
গ্রিন লাইনের সামনের অংশ এই সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Representative Image: WIkimedia Commons
এক যাত্রী আহত হয়েছেন।
যাত্রীদের এই দুর্ঘটনার পড়ে ঘাতে ফিরিয়ে আনা হয়েছে।
মিডফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য আহত যাত্রীকে পাঠানো হয়েছে।
