Bangladesh

Dhaka: Student killed in road tragedy

Dhaka: Student killed in road tragedy

Bangladesh Live News | @banglalivenews | 02 Jul 2018, 09:45 am
ঢাকা, জুলাই ২ঃ আজ ঢাকার মিরপুর অঞ্চলে এক শিক্ষার্থী বাসে চাপা পরে প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানিয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০টার দিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে।

শিক্ষার্থীরা মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনের সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরোধ করে এই ঘটনার প্রতিবাদ জানান।

সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী, এই সময় বেশ কিছু যানবাহন তারা ভাঙচুর করেন।

নিহত ব্যাক্তির নাম  সৈয়দ মাসুদ রানা।

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি)  উনি পড়াশোনা করতেন।

 

পুলিশ ঘাতক বাসটি আটক করেছেন।

 

তবে, চালক এই মুহূর্তে ফেরার।

 

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে  আহত রানাকে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 

রানার পরিবারের হাতে লাশ তুলে দিয়েছেন পুলিশ।

 

বিশ্ববিদ্যালয় আজকের জন্য সমস্ত ক্লাস বন্ধ রাখা হয়।