Bangladesh

Dhaka south: All Awami League four councillors win unopposed

Dhaka south: All Awami League four councillors win unopposed

Bangladesh Live News | @banglalivenews | 11 Jan 2020, 06:15 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ১১ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চার কাউন্সিলর প্রার্থী। আর কোনো বৈধ প্রার্থী না থাকায় দুটি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত ওয়ার্ডের এই চার প্রার্থীকে আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এই চারজন হলেন- ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর) ও সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের (১৬, ১৭, ২১ নম্বর সাধারণ ওয়ার্ড মিলিয়ে) নারগীস মাহতাব  (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের (২২, ২৩, ২৬ মিলিয়ে)  নিলুফার রহমান।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অবশ্য কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি। ৩০ জানুয়ারি ভোট শেষে সবার সঙ্গে এই চার প্রার্থীর ফলাফলও গেজেট আকারে প্রকাশ করা হবে।