Bangladesh
Dhaka polls: Sheikh Hasina thanks citizens after Awami League victory
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণের শেখ ফজলে নূর তাপসকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি ঢাকাবাসীকে কৃতজ্ঞতা জানাই।
যারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করেছেন তাদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ঢাকাবাসী ভোটের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আগামী পাঁচ বছরের জন্য মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত করেছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শনিবার দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন। কোনো মেয়র নির্বাচনে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট সম্পন্ন হলো। আনুষ্ঠানিক ফলাফল গেজেটের মাধ্যমে পরে প্রকাশ করা হবে।
