Bangladesh
Dhaka Polls: Diplomats meet
এ বৈঠকে বেশ কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা অংশ নেন। তবে বৈঠক শেষে কথা বলেন নি তাদের কেউ। বৈঠকের খবর পেয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হলেও কোনো ব্রিফিং করা হয়নি। এমনকি কোনো সংবাদ বিজ্ঞপ্তিও দেয়া হয়নি বৈঠক শেষে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাইকমিশনের সিনিয়র প্রেস অফিসার ও বাংলা বিভাগের মুখপাত্র মেহের নিগার জেরিন জানান, কোনো গোপন বৈঠক হয়নি। প্রতিমাসেই বিভিন্ন দেশের হেড অব মিশনরা একবার করে বৈঠক করে থাকেন। এক একবার একেক জন হেড অব মিশনের কার্যালয়ে এ ধরনের বৈঠক হয়ে থাকে। এধরনের স্বাভাবিক একটি বৈঠকই হয়েছে।
কিন্তু বৈঠকটি এমন এক সময় হলো, যখন দুই দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন। এ বৈঠকের ঠিক একদিন আগেই বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। যে বৈঠকে বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের কাছে সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ করা হয়।
পরবর্তীতে এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন বিষয়ে কূটনীতিকদের কাছে অভিযোগ দেয়াও এক ধরনের আচরণবিধি লঙ্ঘন। এছাড়া সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গেও আলাদা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সে বৈঠকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মিলার।
উল্লেখ্য,সিটি নির্বাচন পর্যবেক্ষণে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি ৬৭ জন বিদেশি পর্যবেক্ষকও থাকবেন।
