Bangladesh
Dhaka keeping eye on NRC issue: Bangladesh Official
ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কে চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবসময় চ্যালেঞ্জ থাকে। কানাডা-যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকোর মধ্যে চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং এ চ্যালেঞ্জের মধ্যেই কাজ করতে হবে।
এনআরসি ও সিএএ প্রাথমিকভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে অস্থিরতা ছিল, তা ধীরে ধীরে কমে আসছে। আশা করি শান্তিপূর্ণভাবে বিষয়টি ব্যবস্থাপনা করবে।
রোহিঙ্গা সম্পর্কিত প্রশ্নের উত্তরে নতুন পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জের বিভিন্ন দিক আরও বাড়ছে। আগে আমরা শুধু দ্বিপাক্ষিক পথে সমাধানের চেষ্টা করেছি। এরপর বহুপাক্ষিক পথে চেষ্টা করেছি। আর সম্প্রতি জবাবদিহিতা ও বিচার নিশ্চিতের পথে এগিয়েছি। এগুলো সবই একসঙ্গে জরুরি। এর প্রতিটি পদক্ষেপ একটি আরেকটির সঙ্গে জড়িত। আর এগুলোকে কীভাবে আমরা কাজে লাগাতে পারবো, আর আমাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গারা যাতে নিজ বাসস্থানে সসম্মানে ও স্বেচ্ছায় ফিরে যেতে পারে।
তিনি বলেন, এটি মাথায় রেখে বাকি যে পথগুলো রয়েছে, তা নিয়ে কাজ করছি। কেউ হয়তো বলবে যে এক্ষেত্রে জবাবদিহিতা ও বিচারের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, যেমন আমাদের জন্যও। তবে আমাদের এক্ষেত্রে আলাদা কিছু বিষয় রয়েছে, যেমন আস্থা তৈরির বিষয়।
মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গারা যারা অত্যাচারিত হয়েছে বা নিগৃহীত হয়েছে, তারা যদি দেখে যে, যারা এর জন্য যারা দায়ী তাদের কিছু হয়নি, তাহলে ফিরে যেতে আগ্রহী হবে না। সেই কারণে আস্থা তৈরির প্রেক্ষাপটে জবাবদিহিতা ও বিচার দরকার রয়েছে।
