Bangladesh

Dhaka: High-rise building fire leaves 25 dead

Dhaka: High-rise building fire leaves 25 dead

Bangladesh Live News | @banglalivenews | 29 Mar 2019, 08:53 am
ঢাকা, মার্চ ২৯ঃ ঢাকার বনানীতে অবস্থিত বহুতলে আগুনের ঘটনায় এখন্ম পর্যন্ত ২৫ জন ব্যাক্তি প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।

নিহতদের মধ্যে আছেন একজন শ্রীলংকার নাগরিক।

ফায়ার সার্ভিসের কর্মীরা আজ এই ভবনের সমস্ত তলার তল্লাশি শেষ করেছে।


ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিকদার  আজ সাংবাদিকদের বলেনঃ "বেলা ১টার দিকে সার্চ অপারেশন শেষ হয়েছে। পর্যালোচনা করে দেখেছি, নতুন করে আগুন লাগার কোনো আশঙ্কা নেই।”

 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এই ঘটনায় ২৫ জনের মৃত্যুর ঘটনাকে 'হত্যা' বলে আখ্যা দিয়েছেন।


“আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে… দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড," উনি সাংবাদিকদের বলেন।

 

মন্ত্রি বলেনঃ"তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না তিনি যত প্রভাবশালীই হোন, বৃত্তে, ক্ষমতায়, পদপদবীতে তিনি যেই হোননা কেন। অতীতের মত করে নয় কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

 

গতকাল আগুন লেগে এই ২২ তলা ভবনের বিপুল ক্ষতি হয়েছে।